শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শূন্যপদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর একটি অস্থায়ী পদে ১৩৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এতে আবেদন করতে পারবেন।
পদ সংখ্যা: ১৩৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস। মৎস কোর্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://fisheries.gov.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন পূরণ করে করতে পারবেন।
বিজ্ঞপ্তি দেখুন এখানে—
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং ৫১১, মৎস ভবন, ১৩, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: এতে ২৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Leave a Reply