শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
পাবনায় ইফতারি খেয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়া ও তার অধীনস্থ আদালতের ৯ বিচারকসহ তাদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়েরের পর পুলিশ শহরের একটি রেষ্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো শহরের রুপকথা রোডের কাশমেরী হোটেলের স্বত্ত্বধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। বিষয়টি শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, ‘বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক ‘বিদায় ও ইফতারের আয়োজন’ করা হয়। ঐ অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের অধীনস্থ আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’
তিনি জানান, সবাই শহরের কাশমেরি হোটেল থেকে আনা ইফতারি খেলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ৬ জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (এসিজেএম) মো. সাইফুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘তিনি ও তার স্ত্রী ইফতারের খাবার খেয়ে চরম অসুস্থ হয়ে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
Leave a Reply