শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
আইটি ডেস্ক :
মার্কিন সার্চ জায়ান্ত গুগল নিজদের স্টরেজ সেবা গুগল ড্রাইভ ইন্টারনেট ছাড়াই ব্যবহারের সুবিধা এনেছে। ফলে এখন ফোন বা কম্পিউটারে ইন্টারনেট না থাকলেও অফলাইনে গুগল ড্রাইভে রাখা নথি বা ছবি খুলে দেখা যাবে। সদ্য প্রকাশিত একটি ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। সাধারণত প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত নথি, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ গুগল ড্রাইভে রাখা হয়। যাতে দরকারের সময়ে তা ঝটপট দেখে নেওয়া যায়। কিন্তু ডিজিটাল নথির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, ইন্টারনেট ছাড়া ব্যবহারের উপায় নেই।
অনেক সময়ে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের অভাবে সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানেই গুগল নতুন প্রযুক্তি নিয়ে এলো। এ নিয়ে গুগল জানিয়েছে, এখন থেকে অফলাইনেও গুগল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের নথি। গুগল আরও জানিয়েছে, ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই এই সুবিধা পাওয়া যাবে না। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় গুগল ড্রাইভে ডিজিটাল নথি দেখতে গেলে সংশ্লিষ্ট নথিতে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করতে হবে।
Leave a Reply